চিন্তন নিউজ:১১ই আগস্ট: দেবাশিস কারক—-রক্তদান জীবনদান। সাম্প্রদায়িকতার মেলবন্ধন ঘটায় রক্তদান। লকডাউনের প্রথম দিকে সরকারের পক্ষ থেকে বাধাদান করলেও বর্তমানে সংকটের কথা বিবেচনা করে সরকার সাহায্য না করলেও পরোক্ষভাবে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তার কথা। আজ শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বেগড়ী ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
সৌমেন বাগ জানিয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উলুবেড়িয়া পৌর-উত্তর আঞ্চলিক কমিটির উদ্যোগে পালন করা হয় ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। শহীদ বেদীতে মাল্যদান ও স্মৃতিচারণ করা হয়।
এছাড়া পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উলুবেড়িয়া বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে বীণাপাণি বাজার এলাকায় স্যানিটাইজ করা হয়। পুর কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে বিজ্ঞান কর্মীরা এগিয়ে আসেন দায়বদ্ধতার নিরিখে।
সংবাদদাতা – আশিস কংসবণিক:- এস এফ আই ও ডি ওয়াই এফ আই বালি -জগাছা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় দেশপ্রেমিক ক্ষুদিরাম বসুকে। কিশোর বয়সে তাঁর কার্যক্রম এবং দৃঢ়চেতা মনোভাব আজ বড় বেশী প্রাসঙ্গিক।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চলছে এলাকা স্যানিটাইজেশনের কাজ। আজ নিশ্চিন্দা ইন্দিরা কলোনী স্যানিটাইজ করা হয়।
সংবাদদাতা- সরোজ দাস:- শহীদ ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যান্যবারের মত এবারও এস এফ আই বালি-বেলুড় আঞ্চলিক কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে। আজ দেশের ঘোর দুর্দিনে দেশপ্রেমিকের মুখোশ পরে থাকা দেশদ্রোহী ব্যক্তিদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে এ দেশের মাটি দুর্জয় ঘাঁটি, এখানে দুর্বৃত্তদের কোনো জায়গা নেই। ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।