জেলা

রবিবারের কলকাতা


সুদীপ্ত-চিন্তন নিউজ: ৮ই নভেম্বর:- আজ ৮৯ নম্বর ওয়ার্ড বিজ্ঞান সভা, কলকাতার পক্ষ থেকে বিশ্বাস পাড়া অঞ্চলে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ইমুউনিটি শিবির এবং কোভিড -১৯ পরিস্থিতিতে ‘উৎসবে বাজি বর্জন’ নিয়ে আলোচনা করা হয়। ৩৭ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি ডাক্তার সলিল চৌধুরী। ইমুউনিটি শিবির পরিচালনা করেন শ্রীমতি মালবী মাকুর এবং বাজি বর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শ্রী অতীশ নন্দী। অঞ্চলের মানুষকে প্রচারপত্র দিয়ে বাজি বর্জনের আবেদন করা হয়।

সংবাদ সূত্র—-শেখ সোলেমান:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলার পক্ষ থেকে কোভিড -১৯ পরিস্থিতিতে ‘উতসবে বাজি বর্জন’ এর আবেদন, উচ্চ আদালতের রায়কে স্বাগত, বাস্তবায়ন ও গরিব বাজি প্রস্তুতকারক পরিবারদের সরকারি আর্থিক অনুদানের দাবিতে ৮ থেকে ১৪ নভেম্বর প্রচার কর্মসূচি শুরু হলো। ভ্রাম্যমাণ ট্যাবলো, অটো মাইক সহযোগে বাংলা, হিন্দি, প্রচার পত্র, স্টিকার, ব্যানার প্রচার শুরু করলো।

সংবাদদাতা-কাকলি চ্যাটার্জি:- ২৬ শে নভেম্বর সারাদেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ জোড়াসাঁকো১ এরিয়া কমিটির অন্তর্গত সমস্ত বামপন্থী গণসংগঠনগুলোর আহ্বানে কলেজ স্ট্রীট বাটার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

জোড়াসাঁকো ৩ এরিয়া কমিটির অন্তর্গত ২৫ নং ওয়ার্ডে ২৬ শে নভেম্বরের সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সিটু, ডিওয়াইএফ(আই), এইডওয়া ও পিবিইউএস এর পক্ষ থেকে পথসভা, হল্লা স্কোয়াড অনুষ্ঠিত হয়।

আজ তৃতীয় দফায় শ্রমজীবি বাজার অনুষ্ঠিত হল কাশীপুর-বেলগাছিয়া ৩ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত রায়পাড়া ও কালীচরণ শেঠ লেনে।

বালীগঞ্জ ১ সিটু সমন্বয় কমিটির উদ্যোগে ২৬ শে নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে পার্কসার্কাস ইউনিট এক পথসভার আয়োজন করে।

সিপিআই(এম) বেহালা পূর্ব ৩ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত ১১৫ নং ওয়ার্ডের কুঁদঘাটে উদ্বোধন হল নতুন পার্টি অফিস। উদ্বোধন করলেন পার্টির কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার। এছাড়াও কম্বল বিতরণ করা হল প্রান্তিক মানুষদের মধ্যে। আরও উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, শমিতা হরচৌধুরী, কেষ্ট সরকার, ইন্দ্রজিৎ ঘোষ, অলোক ঘোষ প্রমুখ নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।