চৈতালি নন্দী, বিশেষ প্রতিবেদন: চিন্তন নিউজ:১৪/০১/২০২৫:– এবছর বামপন্থী বন্ধুরা তথা ‘চিন্তন’ এর মুকুটে সংযোজিত হোলো এক নতুন পালক। হুগলী জেলার উদ্যোগে চিন্তনের প্রকাশিত বই এর সম্ভার নিয়ে আমরা হাজির ছিলাম চন্দননগর ইস্পাত সঙ্ঘ পরিচালিত বইমেলায় ,’গণপ্রগতী’ স্টলে। তাঁরা বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতা র হাত। প্রগতিশীল সাহিত্যের সম্ভারের মধ্যে তাঁদের স্টলে আমাদের বইগুলিও সমাদরে স্থান পেয়েছিল।আজ ছিল নয় দিনের এই বইমেলা সফর এর শেষ দিন।যে বইয়ের সম্ভার আমরা নিয়ে গিয়েছিলাম তা প্রায় নিঃশেষিত। মানুষের থেকে পেয়েছি অভূতপূর্ব সাড়া। আমরা সাধারণ মানুষের কাছে বই দেখিয়েছি , অনুরোধ করেছি বইটির বিষয়বস্তু দেখতে ,অনেক ক্ষেত্রেই তাঁরা বইটি নিয়েছেন । কিন্তু সবথেকে বেশি আপ্লুত হয়েছি, উৎসাহিত হয়েছি যখন মানুষ স্টলে এসে আমাদের বইটির নাম বলে চেয়ে নিয়ে গেছেন। এই অনন্য অভিজ্ঞতা আমাদের সঞ্চয় , আমাদের পাথেয়। শুধুমাত্র বই বিক্রি নয়,একই সঙ্গে চলেছে বামপন্থার প্রাসঙ্গিকতা ও প্রচার।
