নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৪ এপ্রিল: আর মাত্র সাত দিন পরেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ঠিক এরকমই একটা সময়ে নাকি বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট। সূত্রের খবর অনুযায়ী এবছরের জানুয়ারি মাস থেকেই নাকি ২০০০ টাকার নোট ছাপার কাজ বন্ধ রেখেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এখন বাজারে চালু নোটগুলিও উধাও হয়ে গেলে আবার এক সঙ্কট তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে ভোটের কাজে রাজনৈতিক দলগুলির নগদ টাকার প্রয়োজন হয়, তাই ভোটের সময় নোটের অভাব হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু শুধুমাত্র ২০০০ টাকার নোটের ব্যাপারটা ভাবাচ্ছে তাদেরকেও। তাদের ধারণা ভোটের সময় বিশেষ কাজে ব্যবহার করার জন্য সর্বোচ্চ মূল্যের এই নোটগুলি জমা করা হচ্ছে। প্রশ্ন উঠছে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই কি রাজনৈতিক দলগুলি জমা করছে এই নোটগুলি?