জেলা

পূর্ব বর্ধমান জিলা সংবাদ


চিন্তন নিউজ:১৬ই আগস্ট: সংবাদদাতা- কল্পনা গুপ্ত, সমীর দাস: গুসকরা পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যার মূল বিষয় “রক্ষা করো দেশের গনতন্ত্র – সংবিধান – ধর্ম নিরপেক্ষতা -”
এই সভায় সভাপতিত্ব করেন কমরেড রবীন টুডু। এই সভার প্রধান বক্তা ছিলেন কমরেড আভাস রায়চৌধুরী।

মেমারি ২ এরিয়া কমিটি এলাকার মাঝের গ্রামে স্বাধীনতার ৭৪ তম বছরে দেশের সংবিধান আজ বিপন্ন গনতন্ত্র ও দেশ রক্ষার লড়াইয়ে মিছিল করে পথসভা হয় সভায় সভাপতিত্ব করেন দেব হাজার বক্তব্য রাখেন তাপস বসু জাতীয় কংগ্রেসের নেতা ইয়াকুব সেখ।

সিপিআই (এম) ভাতার ১এরিয়া কমিটির উদ্দ্যেগে কুবাজপুর বাজারের চৌমাথায় স্বাধীনতার ৭৪ তম বর্ষে সংবিধান রক্ষা -দেশের গণতন্ত্র রক্ষার শপথ বাক্য পাঠের ও মানববন্ধন কর্মসূচি মধ্যে দিয়ে মর্যাদার সাথে পালন করা হলো।

কুচুট শাখার উদ্যোগে কুচুট সমিতির কাছে আজ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে মানব বন্ধন কর্মসূচি পালন করা হলো।

গতকাল কেতুগ্রাম ১ এরিয়া কমিটির উদ্যোগে পালিটাতে স্বাধীনতা দিবস উপলক্ষে করোনা মোকাবিলার জন্য এবং সচেতন করার জন্য মানুষের মধ্যে মাস্ক ও সাবান বন্টন করা হোলো । দেশের সংহতি রক্ষার্থে শপথ পাঠ ও মানুষের দাবী গুলো নিয়ে সভা অনুষ্ঠিত হল । প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে

বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য কম আবুল কাদের ও এরিয়া সম্পাদক কমরেড আনসারুল হক, সভাপতিত্ব করেন কমরেড রবীন্দ্রনাথ পাল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।