চিন্তন নিউজ: ৭ই নভেম্বর: সাগর থেকে অশোক কুমার দাস জানাচ্ছেন DYFI সাগর আঞ্চলিক শাখার সম্মেলন আজ অনুষ্ঠিত হলো l সংগঠনের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় l উপস্থিত ছিলেন যুব আন্দোলনের নেতৃস্থানীয় ও এলাকার যুবকবৃন্দ l
–বারুইপুর উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন দেশ জোড়া ধমর্ঘটের সমর্থনে বারুইপুর উত্তর cpim এরিয়া কমিটির পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে দেওয়া লেখা হয় l উল্লেখ্য আগামী২৬ নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন গুলির আহ্বানে শ্রম আইন সংস্কার ও কৃষি আইন এর প্রতিবাদে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেয় l সোনারপুর উওর শ্রীখন্ডা নবগ্রাম ইউনিট এর গতকালের কর্ম সূচি দেয়াল লিখন আঞ্চলিক কমিটির সেক্রেটারি সমীর হালদার ও বিশ্বজিত মন্ডল ওআরো অনেকে উপস্থিত ছিলেন l
মগরাহাট পূর্ব থেকে দেবরাজ মন্ডল জানাচ্ছেন SFI ও DYFI মগরাহাট লোকাল কমিটির উদ্যোগে মগরাহাট স্টেশনে রেল অবরোধ, বাজারে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় l ব্যাপক সংখ্যা মানুষ মিছিল করে রেল অবরোধ করেন l
দাবীসমূহঃ-
১-স্বাস্থ্যবিধি মেনে সংখ্যায় কম নয় পর্যাপ্ত লোকাল ট্রেন চালু করতে হবে।
২-আলু, পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি অবিলম্বে কমাতে হবে।
