জেলা

জেলা – দক্ষিণ ২৪ পরগনা


চিন্তন নিউজ: ১৬ই সেপ্টেম্বর:- বারুইপুর পশ্চিম রিপোর্টার- সুচরিতা বসু :বিগত ১৪ সেপ্টেম্বর সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বারুইপুর পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে গণআন্দোলনের নেত্রী প্রয়াত ইতি দাসের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়। এলাকায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে স্মরণ ও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়l তার দুই মেয়ে ও স্বামী স্মরণ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন মহিলা আন্দোলনের নেতৃস্থানীয় সন্ধ্যা ভট্টাচাৰ্য, সুলেখা মন্ডল, ও সন্ধ্যা চক্রবর্তী l বামপন্থী গণআন্দোলনের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন হেমেন মজুমদার, অশোক ভট্টাচাৰ্য, প্রসেনজিৎ কর্পো ও ব্রজ চক্রবর্তী প্রমুখ l

কাকদ্বীপ রিপোর্টার – সুচরিতা বসু :-আজ কাকদ্বীপ নারায়ণ অঞ্চল এ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে মহিলা সমাবেশের ডাক দেওয়া হয়। এ দিন নারাযনপুর সংলগ্ন মাঠে ব্যাপক সংখ্যায় মহিলা আন্দোলনের কর্মী ও সমর্থক এবং সাধারণ মহিলা উপস্থিত হন l সমাবেশে নেতৃত্ব বর্তমান সময়ের পরিপেক্ষিতে মহিলা আন্দলোনের আগামী কর্মসূচি ও কাজ এর ব্যাপারে বক্তব্য রাখেন। সমাবেশে জেলা ও স্থানীয় নেতৃত্বে উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে এআইডিডব্লিউএ পক্ষ থেকে সদস্য সংগ্রহে অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত সকলের মধ্যে উৎসাহ দেখা দেয় l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।