জেলা

আজকের হুগলি জেলার সংবাদ_


রুদ্র চক্রবর্তী:- চিন্তন নিউজ: ২২ শেষ আগস্ট:- সিপিআইএম ডানলপ- বাঁশবেড়িয়া- চন্দ্রহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে ১৬ দফা দাবির সমর্থনে বাঁশবেড়িয়ার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে প্রচার।

সুদীপ্ত সরকার আরামবাগ থেকে জানিয়েছেন যে,কোভিড – ১৯ অতিমারী পরিস্থিতি আজ সারাদেশে ভয়ঙ্কর মহামারীর আকার নিতে চলেছে৷ এই রাজ্য এবং ব্লকে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ সন্পূর্ণ ব্যর্থ৷ আজ ডিওয়াইএফ‌আই জাঙ্গীপাড়া লোকাল কমিটির উদ্যোগে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিক ও উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ২৪ ঘন্টা চালু রেখে কোভিড টেস্টের ব্যবস্থা করা, গ্রামীণ হাসপাতালে প্যাথোলজি বিভাগকে ২৪ ঘন্টা খুলে রাখা, অপারেশন চালু করা, ব্লকের প্রতিটি অঞ্চলে সরকারি সেফ হোম চালুর দাবীতে, সমস্ত শূন্য পদে নিয়োগ করা সহ বেশ কয়েকটি সমস্যা নিয়ে বি এম ও এইচ সাহেবের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচী চলছে৷।

চুঁচুড়া থেকে সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে, “হাইড্রেন থেকে অশীতিপরবৃদ্ধকে রক্ষা করলেন ৭নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কোঅর্ডিনেটের সমীর মজুমদার”।
আজ ভোর তখন আনুমানিক ৫ টা ৩০ মিনিট হঠাৎই মোবাইলের রিং বাজতে থাকে। হুগলী-চুঁচুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকাভুক্ত পালপুকুর ধারে হাইড্রেনে একজন অশীতিপর বৃদ্ধ পড়ে মান, পাড়ার অশোক সেন কাউন্সিলরকে ফোন করেন। ঐ ওয়ার্ডের কাউন্সিলর সমীর মজুমদারের তৎপরতায় উদ্ধার হন ও বৃদ্ধ। বৃদ্ধের কোন পরিচয় জানতে পারা যায় না।
তখন না তোলা হ’লে মৃত্যু অবধারিত ছিল। বৃদ্ধের শরীরে কোনো শক্তি ছিলনা। মাথা হাইড্রেনের ভিতরের জলে বার বার নুইয়ে পরেছিল। ঐ বিশাল হাইড্রেন থেকে একাই বৃদ্ধকে উপরে তুলতে বাধ্য হন। পরবর্ত্তীকালে ঐ এলাকার এক যুবক বাপন ধাড়া সহযোগিতার হাত বাড়িয়ে দেন।।এলাকার মানুষ গরম চা, শুকনো পোশাক দিলে ঐ বৃদ্ধ কিছুটা সুস্থ বোধ করেন। বৃদ্ধর বাড়িতে ( ৯ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত ) খবর দেওয়া হয়। টোটো চালক রতন বিশ্বাসের সহযোগিতায় বৃদ্ধ বাড়িতে পৌঁছান। নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেলেন ঐ বৃদ্ধ।।

সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে অ্যাডমিশন ফি মকুবের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন ইটাচুনা লোকাল কমিটি র উদ্যোগে ইটাচুনা বি.এন কলেজে সামনে পোস্টারিং করা হলো ।

রুদ্র চক্রবর্তী আরও জানিয়েছেন যে অষ্টম দিনে ত্রিবেনী_বাশবেড়িয়া যে ফর্ম ফিলাপ এর কাজ চলছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।