শঙ্কর কুশারী :চিন্তন নিউজ:১৯অক্টোবর:- – চন্দননগর:-গোন্দলপাড়া জুটমিলের মৃত শ্রমিক পরিবারের পাশে চন্দননগরের নাগরিক সমাজ। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পরে গোন্দলপাড়া জুটমিল নতুন করে খোলার যে সাম্প্রতিক উদ্যোগের কথা শোনা যাচ্ছে ,তাতে চন্দননগরের নাগরিক সমাজ সাধারণ ভাবে উৎসাহিত বোধ করছে। কিন্তু একই সঙ্গে উদ্বেগের বিষয় হোলো এই যে,যে চুক্তিপত্রটি স্বাক্ষরিত হয়েছে, তাতে এই সময়কালের মধ্যে যে সকল শ্রমিক অনাহারে কিম্বা বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন তাঁদের বিষয়টি সম্পূর্ণ অনুল্লেখিত থেকে গেছে।অনুল্লেখিত থেকে গেছে যে সব শ্রমিক এরমধ্যে অবসর গ্রহণ করেছেন তাঁদের বকেয়া পাওনা গন্ডার বিষয়টিও। এটা অত্যন্ত বিষ্ময়ের যে , এই দীর্ঘ সময় ধরে মিলটি বন্ধ থাকার পরেও রাজ্য শ্রম দফতর এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন ও নীরব দর্শকের ভূমিকায় থেকেছেন। ইতিপূর্বেও সামাজিক দায়বদ্ধতা র পরিচয় রেখে শহরের নাগরিক সমাজ এই গোন্দলপাড়া জুটমিলের অসহায় শ্রমিকবর্গ এবং তাঁদের পরিবারের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এব্যাপারে উদ্যোগী ভূমিকা নেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়, শিবনাথ লাঙ্গল এবং গৌতম গুহরায়। গত ১৯ শে অক্টোবর (২০২০) সবুজের অভিযানের চন্দননগর বড়বাজার স্থিত মাঠে গোন্দলপাড়া জুটমিলের মৃত প্রায় ২০০ টি শ্রমিক পরিবারের অসহায় বিধবা স্ত্রী এবং কন্যাদের হাতে আসন্ন পূজো উপলক্ষে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এই সভায় উপরে উল্লিখিত অনভিপ্রেত বিষয় গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যাঙ্ককর্মী অশোক সাধু,প্রাক্তন ক্রীড়াবিদ বিশ্বনাথ চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক কুনাল সেন, বাস্তুকার সন্তোষ শীল,সমাজকর্মী রাজেশ জয়সোয়াল প্রমুখ।
জয়দেব ঘোষ:—আরামবাগে:-আজ আরামবাগ নেতাজী স্কোয়ারে জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে রাইট টু এডুকেশন ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। সভার সভাপতি মণ্ডলীতে ছিলেন এ বি পি টি এ, হুগলী জেলার সভাপতি -মানস রঞ্জন ভঞ্জ.এ বি টি এ আরামবাগ মহকুমার সহসভাপতি-নব কুমার পাত্র এবং ১২ই জুলাই কমিটির মহকুমা আহ্বায়ক -কেনারাম সোম- সভা শুরুর উপস্থাপনা করেন মানস রঞ্জন ভঞ্জ.বক্তব্য রাখেন-এ বি টি এ মহকুমা সম্পাদক অসিত মালিক,জেলা এ বি পি এ নেতা রামপ্রসাদ হালদার,এ বি পি টি এ জেলা সম্পাদক মণ্ডলির সদস্য আশিস চক্রবর্তী,এ বি টি এ জেলা সম্পাদক গৌতম সরকার.বৈকাল ৩:৩০থেকে ৫:৩০ পযর্ন্ত সভাটি চলে.উপস্থিতি ৮০ টি চেয়ার ভর্তী বাদেও জমায়েত ভালো ছিলো।
জয়দেব ঘোষ:- শ্রীরামপুর:- সুরক্ষা বিধি মেনে অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু – নিয়ে মোদী – দিদির টালবাহানা বন্ধ করো।
ছ্ন্দরেল ব্যবস্থাকে বেসরকারী করা চলবে না।
সাধারণ মানুষের হয়রানি ও অতিরিক্ত খরচা বন্ধ করতে, রেল হকারদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে শ্রীরামপুরের এসএফআই -ডিওয়াইএফআই- সিআইটিইউ, এইডওয়া র উদ্যোগে শ্রীরামপুরের রেলস্টেশনের স্টেশন মাস্টার ও ম্যানেজারের কাছে ডেপুটেশন, বিক্ষোভ সভা ও মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড মিঠুন চক্রবর্তী, এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নবনীতা চক্রবর্তী, এইডওয়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তপতী মুখার্জি, সিআইটিইউ নেতা কমরেড প্রবীর ভট্টাচার্য, কমরেড প্রবীর চক্রবর্তী, এসএফআই শ্রীরামপুর কলেজ ইউনিটের সভাপতি দীপ্তার্ক ঘোষ প্রমুখ।।।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-পাণ্ডুয়া বিধানসভার অন্তর্গত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বৈচি এরিয়া কমিটির ডাকে সেখ কৌসর আলিকে সভাপতি করে গতকাল বৈঁচীগ্রাম পশ্চিম পাড়ায় দুটি বুথের গ্রাম কমিটি করা হল।
জয়দেব ঘোষ:- খন্যান:- ‘জাতি – ধর্ম – বর্ণে’ র উর্ধ্বে উঠে মানুষকে শুধু মানুষ ভেবে পাশে থাকার লড়াই চলছে। এটা প্রথম প্রয়াস খন্যান হোস্টেল মাঠে এরা এদের সীমিত ক্ষমতা অনুযায়ী বেশ কিছু মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিলেন কয়েকজন মহিলা। খুব খুব ভালো উদ্যোগ। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো! এই প্রয়াসের পুরোটা সামলেছে যারা, তারা সবাই মেয়ে।