নিউজডেস্ক, চিন্তন নিউজ, নয়া দিল্লী, ৪ এপ্রিল: সম্প্রতি “নমো টি.ভি.” লঞ্চ সম্পর্কে আম আদমী পার্টি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। উক্ত বিষয়ে কোনো মন্তব্য করার আগে কমিশন সম্পূর্ণ ব্যাপার টা পুঙ্খানুপুঙ্খ অবগত হতে চায়। নির্বাচন কমিশন কে আম আদমি পার্টি যে চিঠি লেখে তাতে বলা আছে যে সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো রাজনৈতিক পার্টি কে বিশেষ কোনো সুবিধা যাতে না দেওয়া হয় সে বিষয়ে লক্ষ্য রাখাটাই নির্বাচন কমিশনের কাজ। কিন্তু বিজেপি এই নির্দেশ লঙ্ঘন করে ” 24 Namo TV Channel ” লঞ্চ করেছে।
Related Articles
এখনই আত্মপ্রকাশ করছে না কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর
মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১২ আগষ্ট: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার বিধানে সই করলেও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এখনই আত্মপ্রকাশ করছে না। আগামী ৩১শে অক্টোবর এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। সর্দার প্যাটেলের জন্মদিনে জম্মু ও কাশ্মীর নতুন ভাবে পথ চলা শুরু করবে। এর আগে […]
বন্দীদশার ১০০ দিন; বারুদের স্তুপে কাশ্মীর
চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ১৩ নভেম্বর: একটা একটা করে খুলছে দোকান গুলো, তাও মাত্র দু-তিন ঘন্টার জন্যে। এর মধ্যেই কিনে নিতে হবে যা কিছু প্রয়োজন। আর বেশী কিনবেই বা কি করে! হাতে টাকা কোথায়! ব্যাঙ্ক তো বন্ধ! চলছে না কোনো গন পরিবহন। এখনও চলছে কারফিউ।শুনসান রাস্তাঘাট। স্কুল খুলেছে বটে, তবে কেউ তাদের সন্তানদের পাঠাচ্ছে না […]
মরু বিজয়ের কেতন
রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:১৯শে অক্টোবর:–মরুভূমির মাঝে এ যেন মরুভূমির বিজয়ের কেতন।যারা এই নিশান তুলে ধরেছেন , তারাই তো অমৃতের সন্তান। তাঁদের বিজয়যাত্রা সফল করে তোলার জন্য সারাদেশ উদ্বেল। বিনিদ্র চোখে চেয়ে আছেন মানুষ, কবে সারা আকাশ এমনি লালে লাল হয়ে যাবে ?শত্রু ভয়ে অস্ত্র নামিয়ে রেখে লাল নিশান তুলে ধরে চিৎকার করে বলবে, ‘ ইনকিলাব জিন্দাবাদ […]