দেশ

অনুমোদন ছাড়াই সম্প্রচার “নমো টিভি”


নিউজডেস্ক, চিন্তন নিউজ, নয়া দিল্লী, ৪ এপ্রিল: সম্প্রতি “নমো টি.ভি.” লঞ্চ সম্পর্কে আম আদমী পার্টি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। উক্ত বিষয়ে কোনো মন্তব্য করার আগে কমিশন সম্পূর্ণ ব্যাপার টা পুঙ্খানুপুঙ্খ অবগত হতে চায়।  নির্বাচন কমিশন কে আম আদমি পার্টি যে চিঠি লেখে তাতে বলা আছে যে সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো রাজনৈতিক পার্টি কে বিশেষ কোনো সুবিধা যাতে না দেওয়া হয় সে বিষয়ে লক্ষ্য রাখাটাই নির্বাচন কমিশনের কাজ। কিন্তু বিজেপি এই নির্দেশ লঙ্ঘন করে ” 24 Namo TV Channel ” লঞ্চ করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।